জব্দ হওয়া ইয়াবা বিজিবি হেফাজতে।
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বোরবার (৭ অক্টোবর ) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, টেকনাফ থেকে ইয়াবার একটি চালান পাচারকারীরা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা মেরিন ড্রাইভ রাস্তার পাশে বিভিন্ন পয়েন্টের নৌকা ঘাটে অবস্থান নেন।
পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ভর্তি বস্তা সাগরে ফেলে তাদের নৌকা ঘাটে নিয়ে আসেন। পরে ঘাটের বিভিন্ন নৌকায় তল্লাশি চালিয়ে কোনো ইয়াবা উদ্ধার করতে পারেনি টহলদলের সদস্যরা। ভোরে মেরিন ড্রাইভ সংলগ্ন নোয়াখালীপাড়ার নৌকা ঘাটের মাঝামাঝি সাগর থেকে একটি বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৩০ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
পিআর/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।