ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে ‘অবরোধে’ যান চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
শাহবাগে ‘অবরোধে’ যান চলাচল স্বাভাবিক শাহবাগে যান চলাচল স্বাভাবিক। ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে সারাদেশে চলমান সড়ক, নৌ-পথ অবরোধ থাকলেও শাহবাগে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অবরোধের সমর্থনে কয়েকজন আন্দোলনকারী জড়ো হন।

শাহবাগ মোড় বন্ধ থাকলে চারপাশে যানবাহন আটকা পড়ে। পরে ১০টার পর থেকে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা মোড়ে দেওয়া ব্যারিকেডগুলো সরিয়ে ফেলে। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধের বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্মের মুখপাত্র আ ক ম জামাল উদ্দীন বাংলানিউজকে বলেন, সারাদেশে আমাদের কর্মসূচি চলমান রয়েছে। শাহবাগে আমরা শিথিল করেছি। এখানে হাসপাতাল রয়েছে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা আবার বিকেলের দিকে অবস্থান নিতে পারি।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।