ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নৌখাতের উন্নয়নে দুই দিনব্যাপী সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
নৌখাতের উন্নয়নে দুই দিনব্যাপী সম্মেলন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের নৌ-পরিবহন খাতের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ আকৃষ্ট এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে আগামী ৯ থেকে ১০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক্স ফোরাম-২০১৮’ এর দ্বিতীয় সম্মেলন।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌপরিবহন সেক্টরের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মেরিটাইম ও লজিস্টিক্স খাতের বর্তমান অবস্থা ও ট্রেড সম্পর্কে আরও বেশি অবহিতকরণের জন্য ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল ও ভূটানের মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় ২০টি দেশ থেকে নৌখাতের সংশ্লিষ্ট বাণিজ্য ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এতে অংশগ্রহণ করবেন।

রোববার (৭ অক্টোবর) সচিবালয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।  

শাজাহান খান বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের ‘গেটওয়ে’ মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং শ্রীংলকার কলম্বো মেরিটাইম কনফারেন্স ইভেন্টস (সিআইএমসি) এর সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের মুম্বাইতে ফোরামটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দু’দিনব্যাপী এ ফোরামের বিভিন্ন সেশনে বাংলাদেশে নৌ-পরিবহন সেক্টরের উন্নয়ন এবং বিনিয়োগের সম্ভাবনা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যের বাধাসমূহ এবং সমাধান, ক্রমবর্ধমান চাহিদা পুরণে দক্ষিণ এশীয় বন্দরসমূহের উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা ছাড়াও ড্রেজিং, শিপ বিল্ডিং এবং বাঙ্কারিংসহ নৌখাতের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে এ সেক্টরের কোন কোন বিষয়ে বিকাশের সুযোগ রয়েছে সে বিষয়গুলো উপলদ্ধি করাসহ আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। এছাড়া নৌ-পরিবহন খাতে বঙ্গোপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা বাড়ার ফলে কোন বিষয়ে এক দেশের সীমাবদ্ধতা অন্য দেশের সহজলভ্যতার সঙ্গে ভাগাভাগির মাধ্যমে এ শিল্প বাণিজ্যের সুষম বিকাশে সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৌসচিব আব্দুস সামাদ।

এদিকে মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ‘ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন মেরিটাইম সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক একটি প্লেনারি সেশন রয়েছে। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্লেনারি সেশনে সভাপতিত্ব করবেন নৌসচিব আবদুস সামাদ।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারপারসন কাজী এম আমিনুল ইসলাম, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির (এফবিসিআই) প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদউল্লাহ, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির ( বিজিএমইএ), শিপিং লাইন্স, চট্টগ্রাম বন্দরের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা সেশনে আলোচনা করবেন।

বুধবার (১০ অক্টোবর) চারটি বিজনেস সেশন এবং ভেলিডিকটরি সেশনের পাশাপাশি প্যারালাল সেশনও চলবে। ‘পোর্টস অ্যান্ড টার্মিনালস ট্র্যাক: পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ইন সাউথ এশিয়া, এক্সপান্ডিং অ্যান্ড আপগ্রেডিং প্রজেক্টস, ক্যাপাসিটিজ অ্যান্ড অপারেশনাল ইফিসিয়েন্সি’ শীর্ষক প্রথম বিজনেস সেশনে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

‘লজিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন ট্র্যাক: কার্গো ট্রান্সপোর্টেশন, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, রেল অ্যান্ড রোড কানেকসন্স, কোস্টাল শিপিং অ্যান্ড ট্রানশিপমেন্ট, এয়ারফ্রেইট অ্যান্ড ই-কমার্স’ শীর্ষক দ্বিতীয় বিজনেস সেশনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।

‘মেরিটাইম অ্যালাইড ইনফ্রাস্ট্রাকচার: ড্রেজিং, শিপবিল্ডিং অ্যান্ড বাঙ্কারিং’ শীর্ষক তৃতীয় বিজনেস সেশনে প্রধান অতিথি থাকবেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম)।

‘পলিসি ট্র্যাক: বেরিয়ার্স টু ইন্ট্রা রিজিওনাল ট্রেড ইন সাউথ এশিয়া অ্যান্ড সলিউশনস’ শীর্ষক চতুর্থ বিজনেস সেশনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. নজিবুর রহমান।

ভেলিডিকটরি সেশনে নৌসচিব আবদুস সামাদ বক্তব্য রাখবেন। প্যারালাল সেশনে ‘হোয়াই উই নিড মোর উইমেন ইন মেরিটাইম অ্যান্ড লজিস্টিক্স: এ বিজনেস কেইস’ এবং ‘চ্যালেঞ্জেস অব ফ্রেইট ফরওয়ার্ডিং ইন সাউথ এশিয়া: সলিউশন্স’ বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।