ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে যমুনার ক্রসবার বাঁধে ভাঙন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
সিরাজগঞ্জে যমুনার ক্রসবার বাঁধে ভাঙন যমুনার ক্রসবার বাঁধে ভাঙন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ভেঙে গেছে।

রোববার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ প্রান্তে ভাঙন শুরু হয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বাংলানিউজকে জানান, যমুনার পানি কমতে থাকায় বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাচ্ছে।

এ কারণে ভাঙন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঁধের ৫০ মিটার অংশ ভেঙে গেছে।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভাঙনরোধে এরইমধ্যে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। পানি কমে গেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনঃসংস্কার করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।