ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিশুদের সম্পদে পরিণত করতে হবে: চুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
শিশুদের সম্পদে পরিণত করতে হবে: চুমকি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ছবি: বাংলানিউজ

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সুবিধাবঞ্চিত ও পথশিশুসহ সবশিশুকেই সম্পদে পরিণত করতে হবে।

‘গড়তে শিশুর ভবিষৎ, স্কুল হবে নিরাপদ’ এ প্রতিপাদ্যে রোববার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

মেহের আফরোজ চুমকি বলেন, শিশু যেমন মায়ের কোলে নিরাপদ, ঠিক স্কুলেও তাদের নিরাপদ রাখতে হবে।

স্কুলে অত্যাচার চলবে না, তাদের ভালোবাসতে হবে পাশাপাশি মানবিক আচরণও শেখাতে হবে। তাদের এগিয়ে নিতে হলে সব শিশুকে সম্পদে পরিণত করতে হবে।

তিনি বলেন, বর্তমানে শিশু কিশোরদের শিক্ষায় উৎসাহিত করতে বছরের প্রথম দিন বিনা টাকায় নতুন বই দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, অধিকার বঞ্চিত শিশুদের নিরাপদ খাদ্যসহ সব শিশুদের খাদ্যে পুষ্টি নিশ্চিত করতে হবে। তাদের যত্ন নিতে হবে। এ বয়সে তাদের প্রশ্ন থাকে, প্রশ্ন করলে তাকে ধমক দিয়ে বসিয়ে না রেখে সঠিক জবাব দিয়ে তার দিগন্তকে খুলে দিতে হবে।  

সারাদেশের সুবিধা বঞ্চিত পথ শিশু ও কিশোরদের জন্য প্রতিটি জেলা-উপজেলায় কিশোর ক্লাব গঠন করা হবে। আগামী এক মাসের মধ্যে এ কাজ শুরু হবে। প্রতিটি ক্লাবে ৩০ জনকে এক সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব লাইলা জেসমিন, ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেকশনের প্রধান জন লিবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত আমাদের ছোট রাসেল সোনা ব্রেইল বই ও সিডির মোড়ক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের  আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএফআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।