ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
টেকনাফে ১৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার উদ্ধার করা ইয়াবা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের একটি ইয়াবার (৬ লাখ পিস) চালান উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (০৭ অক্টোবর) সকাল ৭টার দিকে টেকনাফের শাপলাপুর নোয়াখালী পাড়া সৈকত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, মিয়ানমার থেকে টেকনাফের শাপলাপুর নোয়াখালী পাড়া সৈকত এলাকায় ইয়াবার একটি বড় চালান ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (০৬ অক্টোবর) রাতে ২টার দিকে অভিযান চালায় পুলিশ।

অভিযানের একপর্যায়ে পাচারকারীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাস্তা পরিবর্তন করে। ফলে প্রথম দফায় পাচারকারীদের ধরতে ব্যর্থ হয় পুলিশ। পরে ভোর সাড়ে ৪টার দিকে আবারও একইস্থানে অবস্থান নেয় পুলিশ।

একপর্যায়ে সকাল সাড়ে সাতটার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে দুই পাচারকারী দু'টি বস্তা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে। এসময় পাচারকারীরা বস্তা দু'টি ফেলে বোটে উঠে যায়। এরপরও পুলিশ ধাওয়া করলে তারা আরও দু'টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই চারটি বস্তায় ৬ লাখ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা।

এরআগে সকালে একই স্থানে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।