ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
নওগাঁয় পিকআপ ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত  উপজেলার চকগৌরী এলাকা দুর্ঘটনার স্থান

নওগাঁ: নওগাঁ মহাদেবপুর উপজেলার চকগৌরী এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় নাজমুল হুদা (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (৭ অক্টোবর ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার হর্সিউজানি গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

সে চকগৌরী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।  

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে স্কুল শেষে নওগাঁ-রাজশাহী মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী হর্সিউজানি গ্রামে নিজ বাড়িতে ফিরছিল নাজমুল। এসময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ অন্য শিক্ষার্থীরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ঘাতক গাড়িটিসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা গেলে তার চালক পালি গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।