ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গলাচিপায় ৭ জেলেকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
গলাচিপায় ৭ জেলেকে জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে সাত জেলেকে এক হাজার টাকা করে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ অক্টোবর) সকালে গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সুহ্রদ সালেহিনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- রেজাউল হাওলাদার, শাহিন, মাহবুব, জাহাঙ্গীর মোল্লা, রাকিব, সবুজ ও মোর্শেদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সকালে আগুনমুখা ও বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ইলিশ শিকারের সময় ওই সাত জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের এক হাজার টাকা করে সাত হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।