ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ৭ লাখ টাকার রাবার জব্দ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
মধুপুরে ৭ লাখ টাকার রাবার জব্দ 

মধুপুর( টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বস্তা চোরাই কাঁচা রাবার জব্দ করেছে ময়মনসিংহ মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ রাবারগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

রোববার (৭ অক্টোবর) ভোরে এপিবিএন-২ এর কমান্ডিং কর্মকর্তা (এসপি) মোহাম্মদ নজরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

রাবার বাগান মধুপুর জোনের জেনারেল ম্যানেজার (চলতি) ওলিউর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার অরণখোলার মালিবাজার এলাকার এক সেগুন বাগানে অভিযান চালায় মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এ সময় টের পেয়ে ৫০ বস্তা অপরিশোধিত চোরাই রাবার ফেলে পালিয়ে যান চোরাকারবারীরা। পরে রাবারগুলো জব্দ করা হয়। ফেলে যাওয়া রাবারের পরিমাণ ৩ দশমিক ৫ টন। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআরএস    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।