ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২  

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২   প্রতীকী ছবি

ঢাকা: আধিপত্য বিস্তার ও সিনিয়রের হাতে প্রহৃত হওয়ার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা শহীদ মিনারের গ্রিল ভেঙে একপক্ষ অন্যপক্ষকে আক্রমণ করেন। এসময় কমপক্ষে দু'জন আহত হন।

রোববার (৭ অক্টোবর) দুপুরে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এক পরীক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার সময় ১৩ তম ব্যাচের সাধারণ সম্পাদক গ্রুপের এক ছাত্রলীগ কর্মীকে থাপ্পড় দেন ১২ তম ব্যাচের সভাপতি গ্রুপের এক কর্মী।

এরই জেরে কলা ভবনের সামনে সভাপতির কর্মী সমাজকর্ম বিভাগের ১২ তম ব্যাচের নোমানকে পিটিয়ে আহত করা হয়। পরে সভাপতি গ্রুপের কর্মীরা একত্রিত হয়ে সাধারণ সম্পাদকের কর্মী গণিত বিভাগের ১৩ তম ব্যাচের জুবায়ের আল মাহমুদকে পিটিয়ে আহত করে। সংঘর্ষের সময় উভয় গ্রুপের কর্মীরা হাতে লাঠিসোটা আর রড নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের গ্রিল ভেঙে অন্যপক্ষের দিকে তেড়ে যায়। এসময় সাধারণ শিক্ষার্থীসহ বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বিষয়টি নিয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, একটি সামান্য বিষয় নিয়ে মারামারি হয়েছে। আমরা নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করছি। এটা বড় তেমন কোনো বিষয় ছিল না।

এ বিষয়ে জানতে জবি শাখা ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলামকে কয়েকবার কল দিয়েও পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, আমি ও প্রক্টর স্যার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমাদের যাওয়ার পর আর মারামারি হয়নি। তবে আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
কেডি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।