ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে যাত্রীবাহী বাস থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
টেকনাফে যাত্রীবাহী বাস থেকে ১৯ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

রোববার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয়। বিজিবি জানায়,উদ্ধার করা এসব ইয়াবার মূল্য প্রায়  ৫৮ লাখ ১২ হাজার ৫শ’ টাকা।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে দমদমিয়া বিওপির সুবেদার মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের নেতৃত্বে একটি টহলদল দমদমিয়া চেকপোস্টে যানবাহনে তল্লাশি করছিল। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী সরাসরি স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে আসলে কর্তব্যরত টহলদল বাসটি সিগন্যাল দিয়ে থামায়। তল্লাশিকালে বাসটির সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে ওই প্যাকেট থেকে  ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

তিনি বলেন,উদ্ধার করা এসব ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এর আগে সকালে টেকনাফের মেরিনড্রাইভ সড়কের নোয়াখালী পাড়া থেকে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে আরও ৮ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।  

তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।