ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
সাভারে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা (সাভার): সাভারে লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (০৭ অক্টোবর) বিকেলে পৌর এলাকার টিয়াবাড়ি মহল্লার আনারুলের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটকরা হলেন- ঢাকা জেলার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মো. গোলাম সারোয়ার খানের ছেলে স্বজন খান (২৬) ও শরিয়তপুর জেলার নড়িয়া থানার কাইজ্জার চর গ্রামের মো. বোরহান হাওলাদারের ছেলে মো. আলমগীর হোসেন (৩৬)।

গোয়েন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি টিম সাভার পৌর এলাকার টিয়াবাড়ি মহল্লায় অভিযান চালায়। পরে ওই এলাকার আনারুলের চায়ের দোকানের সামনে বসে হেরোইন বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এ সময় তাদের দেহ তল্লাশি করে পলিথিনের ব্যাগের ভিতর থেকে লাখ টাকা মূল্যের ৪৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আটকৃতদের দলনেতা জামালপুর জেলার সদর থানার শাহবাজপুর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. রুমান (২৯) দৌড়ে পালিয়ে যান।  
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ বলেন, আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

পলাতক মাদক ব্যবসায়ী রুমানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।