ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল বিভাগে ১৭শ’ মণ্ডপে দুর্গাপূজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
বরিশাল বিভাগে ১৭শ’ মণ্ডপে দুর্গাপূজা দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা-ছবি-বাংলানিউজ

বরিশাল: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ অক্টোবর) সকালে বরিশাল নগরের কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিজিএফআই বরিশালের প্রধান কর্নেল জিএম শরিফুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব-৮) বরিশালের অধিনায়ক আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি), রেঞ্জ অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রাংসহ রেঞ্জের ৬ জেলার পুলিশ সুপার, ৬ জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক, বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক প্রমুখ।

পূজা কমিটির দেওয়া তথ্যমতে, বরিশাল জেলায় ৫৬৩টি, পটুয়াখালী জেলায় ১৭২টি, ভোলা জেলায় ১০৫টি, বরগুনা জেলায় ১৫১টি, পিরোজপুর জেলায় ৫০৮টি এবং ঝালকাঠি জেলায় ১৮৫টি সহ বরিশাল রেঞ্জে মোট ১৬৮৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। এছাড়া বরিশাল মহানগরে ৩৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

সভায় পূজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়, পূজা কমিটির করণীয়, পূজা শেষে প্রতিমা বিসর্জন ও পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় এবং পূজা কমিটির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।  

পাশাপাশি সুষ্ঠুভাবে পূজা উদযাপন ও সম্পন্ন করার লক্ষ্যে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদককে অনুরোধ জানান।

সভার দ্বিতীয় পর্বে বরিশাল রেঞ্জের ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর ) ও সেপ্টেম্বর-২০১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বরিশাল রেঞ্জে উত্তম কাজের জন্য বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ অফিসারদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করেন ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।

বাংলা‌দেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অ‌ক্টোবর ০৭, ২০১৮ 
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।