ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির কর্মী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির কর্মী নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম দাঙ্গা বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মঞ্জু চাকমা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মঞ্জু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের যুব সমিতির সক্রিয় কর্মী।

রোববার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মঞ্জু দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে।

পুলিশ জানায়, খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী দাঙ্গা বাজার এলাকার একটি দোকানের সামনে একদল দুর্বৃত্ত এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এই ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন। তবে ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।