নিহত মঞ্জু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের যুব সমিতির সক্রিয় কর্মী।
রোববার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী দাঙ্গা বাজার এলাকার একটি দোকানের সামনে একদল দুর্বৃত্ত এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এই ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছেন। তবে ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
এডি/এএটি