ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বাঘা আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বাঘা আর নেই

মেহেরপুর: মেহেরপুর শহরের পরিচিত মুখ মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বাঘা মারা গেছেন (ইন্নালিল্লাহি ইন্না এলাহী রাজিউন)।

রোববার (৭ অক্টোবর) রাত ৯ টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রবিউল ইসলাম বাঘা পেশায় একজন প্রকৌশলী ছিলেন।

এলজিইডি থেকে ১৯৯৯ সালে অবসরে যান। এরপর মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজনের) মেহেরপুর জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেন।

এদিকে মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম বাঘার মৃত্যুতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পাবলিক লাইব্রেরী, সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।