রোববার (৮ আক্টোবর) মধ্য রাত ১২টার দিকে ফরিদ মোল্লার প্লাস্টিকের কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসতে আরো সময় লেগে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। এছাড়া তাৎক্ষণিক গুদামের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে ফেলায় ক্ষয়ক্ষতিও কম হয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্লাস্টিকের কারখানায় বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের গুদামে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৮
আরএ