ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর: দীর্ঘদিন অচলাবস্থার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে রো রোসহ ১২টি ফেরি চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহম্মদ আলী বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌরুটে নাব্যতা সংকট নিরসনে খননকাজ অব্যাহত রয়েছে।

খননকাজ করার পর নৌরুট কিছুটা স্বাভাবিক করা সম্ভব হয়েছে। তাই সকাল থেকেই রো রো ও ডাম্প ফেরিসহ ১২টি ফেরি চলাচল করেছে।

তিনি আরো বলেন, সকালে নির্বিঘ্নেই ফেরি চ্যানেল অতিক্রম করতে পেরেছে।

বিকেল থেকে অন্যান্য ফেরিগুলো চলাচল শুরু করতে পারবে বলে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।