সোমবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনকারী শিক্ষকদের সংগঠন বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রাফিউল ইসলাম বাংলানিউজকে বলেন, মানববন্ধনের পর থেকেই আমরা লাগাতার অনশন শুরু করবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়েল আহমেদ, রইস উদ্দিন, আরিফ হোসেন, মহি উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সেকায়েপ প্রকল্পের অধীনে ২০১৫ সাল থেকে সেকায়েপভুক্ত উপজেলার দুই হাজার ১শ প্রতিষ্ঠানে ৫ হাজার ২শ শিক্ষক অন্তত দক্ষতার সঙ্গে বিষয়ভিত্তিক পাঠদান করে আসছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলে শিক্ষকদের পাঠদান চালিয়ে যেতে বলা হয়। সেকায়েপ প্রকল্পের শিক্ষকদের চাকরি স্থায়ী করতে বিশ্ব ব্যাংক শিক্ষা মন্ত্রণালয়কে অতিরিক্ত ৭ হাজার কোটি টাকা দিলেও সেই টাকা গায়েব করে এসিটি শিক্ষকদের আশার বাণী শুনানো হচ্ছে।
বক্তারা অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
টিএম/এএটি