ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রীর চিৎকারে ২ ছিনতাইকারী ধরে ফেললো পুলিশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
ছাত্রীর চিৎকারে ২ ছিনতাইকারী ধরে ফেললো পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারী রফিকুল। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের পেছনে ছিনতাইকালে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর চিৎকারে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারী হলেন- রফিকুল ইসলাম মুন্না ও আলামিন (১৯)।

সোমবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারী রফিকুল পুলিশের গুলিতে আহত হয়েছেন।

পরে উদ্ধার তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন পুলিশ হেফাজতে আছেন।  

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, খিদমা হাসপাতালের পেছনে মোটরসাইকেল করে দুই ছিনতাইকারী রিকশার আরোহী  বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর পথরোধ করে ছিনতাই করছিলেন।  

ঘটনাস্থলের পাশেই থাকা পুলিশের একটি টিম ওই ছাত্রীর চিৎকার শুনে সেখানে গিয়ে দুই ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। তখন তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে এক ছিনতাইকারী এসআই সরোয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গুলি ছুড়লে ছিনতাইকারী রফিকুলের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। এ সময় অপর ছিনতাইকারী আলামিনকে আটক করা হয়।  

তিনি আরও জানান, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও বড় ছুরি জব্দ করা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রী ও রিকশাচালক থানা অবস্থান করছেন। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।