ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
বাবুগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গুচ্ছ গ্রামে বৃদ্ধা অবলা রানীকে (৭০) পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ অক্টোবর) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।

এরা হলেন- উত্তর রহমতপুরের গুচ্ছ গ্রামের বাসিন্দা ও নিহত অবলা রানীর প্রতিবেশি কমলা বেগম (৪৫), হেলেনা আক্তার (২৬) ও শিল্পি বেগম (৩০)।

এর আগে রোববার (৭ অক্টোবর) রাতে নিহত বৃদ্ধার ছেলে তাপস চন্দ্র দাস বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ সাতজনকে আসামি করে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বাংলানিউজকে জানান, আটকদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রোববার সকালে উত্তর রহমতপুর গুচ্ছ গ্রামে বৃদ্ধা অবলা রানী দাসকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশি নারীদের বিরুদ্ধে।

বাংলা‌দেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।