ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কোটা বহালের দাবিতে বগুড়ায় রেলপথ অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
কোটা বহালের দাবিতে বগুড়ায় রেলপথ অবরোধ কোটা বহালের দাবিতে বগুড়ায় রেলপথ অবরোধ। ছবি: বাংলানিউজ

বগুড়া: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবি জানিয়ে বগুড়ায় রেলপথ অবরোধ করা হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে মুক্তিযোদ্ধাদের সংগঠন বগুড়া জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধ কর্মসূচি চলাকালে সান্তাহারগামী ২০ ডাউন মেইল ট্রেনটি আটকা পড়ে।

পরে পুলিশের হস্তক্ষেপে ১৮ মিনিট বিলম্বে ট্রেনটি পুনরায় সান্তাহারের উদ্দেশে যাত্রা করে।

বগুড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, অবরোধের কারণে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২০ ডাউন মেইল ট্রেনটি ১১টা ৫০ মিনিটে বগুড়া স্টেশনে পৌঁছানোর পর আটকা পড়ে। পরে অবরোধকারীরা সরে গেলে ১২টা ৮ মিনিটে ট্রেনটি পুনরায় সান্তাহারের উদ্দেশে বগুড়া রেল স্টেশন ত্যাগ করে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র রেজাউল ইসলাম রেজা, রাশেদুল হাসান, আজিজুর রহমান, জিন্না হক, আবু হাসান রতন প্রমুখ।

বক্তারা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানান। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সন্তান ছাড়াও মুক্তিযোদ্ধারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।