কোটা বহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ। ছবি: বাংলানিউজ
লক্ষ্মীপুর: সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সোমবার (৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রায়পুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান মুক্তিযোদ্ধা লক্ষ্মীপুর, সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা।
এসময় বিক্ষোভকারীদের হাতে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা দেখা যায়।
বিক্ষোভ শেষে সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।
এসময় বিক্ষোভে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মনা বাকশাল, জয়নাল আবদিন, সফিক উদ্দিন, আবু তাহের, মোস্তাফিজুর রহমান ও খোরশেদ আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআর/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।