ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দেড় মণ মা ইলিশ জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
হবিগঞ্জে দেড় মণ মা ইলিশ জব্দ 

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে দেড় মণ (৬৫ কেজি) মা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা খাতুন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কার্যলয়ের ক্ষেত্র সহকারী নারায়ণ দাশ বাংলানিউজকে জানান, দুপুরে শহরের কোর্ট স্টেশন বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে বাইপাস এলাকা থেকে জব্দ করা হয় আরও ৪০ কেজি মা ইলিশ। অভিযানকালে টের পেয়ে মাছ বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ ইলিশগুলো হবিগঞ্জ শহরের পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।