সোমবার (৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সুলতানা জয়পুরহাট সরকারি কলেজের মাইক্রোবাস চালক সুলতান হোসেনের স্ত্রী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরের দিকে সুলতানা বাড়ির চারতলায় ছাদে কাপড় নেড়তে যান। এ সময় তিনি অসাবধানতায় ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুলতানা মারা যান।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস