সোমবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম ওই উপজেলার বাহিরচর ষোলদাগের বামনপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, সকালে মরিয়ম তার মায়ের বাড়ি উপজেলার রায়টা গ্রামে যাওয়ার পথে রেললাইন ধরে হাটছিলেন। এ সময় পেছন থেকে কলকাতা-ঢাকাগামী মৈত্রী ট্রেনে কাটা পরে তিনি মারা যান।
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার মোজ্জাফোর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরের দিকে মৈত্রী ট্রেন উত্তর রেলগেট পার হলে সেখানে রেললাইন ধরে মরিয়ম একটি বাচ্চা সঙ্গে নিয়ে হাটছিলেন। ট্রেনচালক হর্ন দিলেও তিনি শুনতে না পেরে ট্রেনে কাটা পড়ে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা শিশু মিরাজ (৫) প্রাণে রক্ষা পায়।
খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশমরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস