ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিয়েই কাজ শুরু করলেন আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
দায়িত্ব নিয়েই কাজ শুরু করলেন আরিফ ফাইলে স্বাক্ষর সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি: বাংলানিউজ

সিলেট: দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দায়িত্ব নিয়েছেন আরিফুল হক চৌধুরী। দায়িত্ব নিয়েই কাজ শুরু করেছেন তিনি। প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে একটি ফাইলে স্বাক্ষর করেছেন।

সোমবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে সিসিক সচিব বদরুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এ উপলক্ষে নগর ভবনে মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া-মাহফিল শেষে সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দায়িত্ব নেওয়ার পর মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, নগরবাসীকে ইশতেহারের মাধ্যমে দেওয়া পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিগত সময়ে কাজগুলো সমাপ্ত করবো।

তিনি বলেন, সিলেট নগরের উন্নয়নে দেশের প্রখ্যাত প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীসহ পরিকল্পনাবিদদের নিয়ে পরিকল্পিত নগরায়ণে কাজ চালিয়ে যাবো। বিশেষ করে জনগুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।

আরিফুল হক বলেন, ছড়া খালগুলোর কাজ শুকনো মৌসুমেই করতে হবে। অন্যথায় বর্ষায় করলে লাভবান হওয়া যাবে না। একইসঙ্গে যেসব রাস্তা-ঘাটগুলো ঠিক করতে হবে। ফুটপাত থেকে হকার সম্পূর্ণরূপে খালি করে জনগণের চলাচলের সুবিধা করে দেওয়া, পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরিফ বলেন, আমি খুশি এ কারণে দায়িত্ব নেওয়ার দিন হকাররা সম্মান দেখিয়ে ফুটপাতে বসেনি। হকারদের সহযোগিতা করবো। নগরীর ফুটপাত সম্পূর্ণরূপে মুক্ত করতে তাদের সহযোগিতা প্রয়োজন।

নগরকে যানজনট মুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যাশা ব্যক্ত করে মেয়র বলেন, সিলেট একটি পর্যটন নগরী। এখানে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। শুধু কাজ করলেই হবে না, জনসচেতনতা তৈরি করতে হবে। সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সব মহলের সহযোগিতা থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে সিলেট নগরকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের চাওয়া পূরণের চেষ্টা করে যাবো। তাই আজ থেকেই কাজ শুরু করেছি।

নগরীর যানজট সমস্যা সমাধানে আমার মাথায় কিছু পরিকল্পনা রয়েছে। পরিষদ এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমরা চাই কম খরচে নগরবাসীর যাতায়াতের ব্যবস্থা করতে। কম খরচে নগরবাসীর যাতায়াত সুবিধায়  বাস সার্ভিস চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।