ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
বাগেরহাটে ২ জেলের কারাদণ্ড আটক ২ জেলে

বাগেরহাট: নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অপরাধে বাগেরহাটে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে মা ইলিশ সংরক্ষণে মোংলার নালা খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পশ্চিম জোন কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার সিমফ্রাই জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়।

 

পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের একমাস করে কারাদণ্ড দেন।  

দণ্ড প্রাপ্তরা হলেন- মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের রাশেদ গাজীর ছেলে ঈসরাফিল শেখ (২৭) ও একই গ্রামের শাহাদাত শেখের ছেলে রনজিত শেখ (৩০)।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দো কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। এর অংশ হিসেবে ওই নালা খালে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার সিমফ্রাই জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়।  যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।