সোমবার (৮ অক্টোবর) দুপুরে মা ইলিশ সংরক্ষণে মোংলার নালা খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পশ্চিম জোন কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার সিমফ্রাই জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের একমাস করে কারাদণ্ড দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন- মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের রাশেদ গাজীর ছেলে ঈসরাফিল শেখ (২৭) ও একই গ্রামের শাহাদাত শেখের ছেলে রনজিত শেখ (৩০)।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দো কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। এর অংশ হিসেবে ওই নালা খালে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার সিমফ্রাই জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআরএস