দণ্ডপ্রাপ্ত ভুয়া ডাক্তার মো. দেলোয়ার হোসেন (৪০) পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত সোহরাব জমাদ্দারের ছেলে।
সোমবার (৮ অক্টোবর) বিকেলে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র্যাব ক্যাম্পের সদস্যরা মুন্সেফপাড়া এলাকার হার্ট ফাউন্ডেশন অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে।
পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি পটুয়াখালী হার্ট ফাউন্ডেশন অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মালিক তানভির রহমান শাহিনকে (৩৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএস/আরআর