ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৮ অক্টোবর) গলাচিপা-চিকনিকান্দি সড়কে ডাকুয়া ফুলখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর ফুলখালী এলাকার ফিরোজ প্যাদার ছেলে।

গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম মোল্লা জানান, শিশুটি হেলিকপ্টার দেখার জন্য দৌঁড়ে সড়কে উঠলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

হাফিজকে উদ্ধার করে দ্রুত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলা‌দেশ সময়:  ১৯৫০ ঘণ্টা, অ‌ক্টোবর ০৮, ২০১৮ 
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।