সোমবার (৮ অক্টোবর) দুপুরে মোংলা উপজেলার কম্পিউটার শিক্ষক মো. ইদ্রিসের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
শান্তা উপজেলার বটতলা এলাকার আকবর শেখের মেয়ে।
এনামুলের বাবা আলম শেখ বলেন, চার বছর আগে এনামুল ও শান্তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ১৫ দিন আগে পারিবারিক কলহের জের ধরে মেয়েকে নিয়ে শান্তা বাবার বাড়ি চলে যায়। এ অবস্থায় কেন এনামুল এমন ঘটনা ঘটালো তা আমরা জানি না।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, সোমবার দুপুরে কলেজ রোডের বঙ্গবন্ধু মহিলা কলেজের কম্পিউটার শিক্ষক মো. ইদ্রিসের বাড়িতে কোচিং করতে যান শান্তা। কোচিং শেষ করে বের হলে সেখানে আগে থেকে থাকা এনামুল তাকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এসময় স্থানীয়রা শান্তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তির পর বিকেলে শান্তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে এনামুলকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআই