ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিশু একাডেমিতে 'আমার কথা শোন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
শিশু একাডেমিতে 'আমার কথা শোন' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শিশুদের নিয়ে আলোচনা সভায় অতিথিরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: দেশের সব শিশুকে পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিতে হবে। একইসঙ্গে নিজেদের বিরত রাখতে হবে মাদকসহ সব খারাপ কাজ থেকে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আয়োজনে এমন কথায় বলছিলো শিশু প্রতিনিধি ও আয়োজনের সভাপতি উম্মে মোবাসশিরা।

‘গড়তে শিশুর ভবিস্যৎ, স্কুল হবে নিরাপদ’ প্রতিপাদ্যে সোমবার (৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু।

 

প্রধান অতিথি বলেন, শিশুদের বিকাশে মা-বাবা এবং শিক্ষকদের ভূমিকা অনেক। শিশুদের সামনে ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি টিভিতে শিশুদের নিয়ে সিরিয়াল না দেখে তাদের মনস্তাত্ত্বিক বিকাশে সাহায্য করে এমন অনুষ্ঠান দেখা উচিত।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট শাবনাজ জেহেরীন। তিনি বলেন, ছোটদের অনেক কথা বলার আছে। তাদের কথা শুনতে হবে। তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, খারাপ-ভালো সম্পর্কে ধারণা দিতে হবে। তবেই তারা সব খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে পারবে।

এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টারাল কর্মসূচির প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, শিশু বক্তা তানভীর আহমেদসহ আরও অনেকে।

তারা বলেন, সব শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। পথশিশুরা যদি শিক্ষা লাভের সুযোগ পায়, বিনোদনের সুযোগ পায়, সৃজনশীল কাজের প্রশিক্ষণ পায় তাহলেই তারা শুধু মাদক থেকেই দূরে থাকবে না বরং সুনাগরিক হিসেবেও গড়ে উঠবে।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন স্কুলের শিশু, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নিয়ে তাদের মত প্রকাশ করেন। এসময় মাদক নিয়ে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। মাদকের ক্ষতিকর দিক ও মাদক থেকে বিরত থাকতে করণীয় বিষয় নিয়ে শিশুদের সচেতন করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এইচএমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।