ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়ন করবে এমন দলকেই বেছে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
উন্নয়ন করবে এমন দলকেই বেছে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

কিশোরগঞ্জ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, এককভাবে কোনো দলের পক্ষে আমি ভোট চাইতে পারি না। তবে যারা দেশের কল্যাণ করবে, উন্নয়ন করবে এমন দলকেই আপনারা বেছে নেবেন।

সোমবার (০৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে রাষ্ট্রপতির গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, যারা টিআর, কাবিখা লুট করে খায়, ঠিকাদারের কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে কাজ খারাপ করে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, তাদের ভোট দেবেন না।  

এসময় রাষ্ট্রপতি ভালো লোকদের মনোনয়ন দেওয়ার জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমি কিশোরগঞ্জের মানুষের কাছে ঋণী। কারণ, আমি কিশোরগঞ্জের মানুষের কাছেই রাজনীতি শিখেছি। তারাই আমার রাজনীতির বিশ্ববিদ্যালয়। এখানকার রিকশা শ্রমিক, বিড়ি শ্রমিক, মুচি, হোটেল শ্রমিকসহ শ্রমজীবীদের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করেছি। আন্দোলন সংগ্রামে তারা আমাকে সহযোগিতা করেছেন।

আজ রাষ্ট্রপতি হওয়ার সব কৃতিত্বই কিশোরগঞ্জবাসীর উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাদের দোয়াতেই আমি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হতে পেরেছি। আমি কিশোরগঞ্জকে কোনো সময়ই ভুলে থাকতে পারিনি। দেশ-বিদেশে যেখানেই গিয়েছি, ‘শান্তিপুরি’ ভাষায় বক্তব্য দেইনি। বরং কিশোরগঞ্জের ভাষায় বক্তব্য দিয়েছি। কিশোরগঞ্জকে তুলে ধরেছি। কিশোরগঞ্জে শিগগিরই একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এটি স্থাপনের সম্ভাব্য জায়গা আমি ঘুরে দেখে যাবো।  

সংবর্ধনা নাগরিক কমিটির সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, সংসদ সদস্য দিলারা বেগম আসমা, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম সাধারণ সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রাষ্ট্রপতির মেঝো ছেলে রাসেল আহমেদ তুহিন প্রমুখ।

সন্ধ্যা ৭টার দিকে সার্কিট হাউজে কিশোরগঞ্জ জেলা বার, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চেম্বার, সরকারি কর্মকর্তা, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি। রাতে কিশোরগঞ্জ শহরে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি।  

এর আগে সোমবার (০৮ অক্টোবর) দুপুর ২টার পর রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি কিশোরগঞ্জ নতুন স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে রাষ্ট্রপতি সার্কিট হাউজে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন।

তিনদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (০৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জজকোর্ট প্রাঙ্গণে কিশোরগঞ্জ বারের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।  

ওইদিন বিকেল ৩টায় প্রয়াত ১৬ জন গণ্যমান্য ব্যক্তির বাড়িতে যাবেন তিনি। এরপর তিনি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান নির্ধারণের জন্য পরিদর্শন করবেন। রাতে থাকবেন কিশোরগঞ্জ শহরের বাড়িতে। পরদিন বুধবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।