সোমবার (০৮ অক্টোবর) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপাচার্য বলেন, কবি নজরুল শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। আলোচনা সভায় ‘নজরুল-সত্তার রূপান্তর: কাব্য থেকে সংগীত’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রশিদুন্ নবী।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএএএম/এনটি