সোমবার (০৮ অক্টোবর) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রিয়াজ বাকেরগঞ্জ উপজেলার হেলেঞ্চা গ্রামের আলম হাওলাদারের ছেলে।
জানা যায়, রোববার (০৭ অক্টোবর) অসুস্থতার কারণে রিয়াজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, রিয়াজের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএস/এনটি