ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ফেনীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

ফেনী: ফেনীতে ১০ হাজার পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (০৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর লালপোল কাবাব ঘরের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর জেলার মোশারফ মিয়ার ছেলে মো. সোহেল (২৩), রাজবাড়ী জেলার মো. বদর উদ্দিনের ছেলে রাসেল শেখ (২০), আক্কাস আলী মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৬) ও আবদুল কাদের শেখের ছেলে মো. ফরিদ (২৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আবদুল্লাহ জাহিদের নেতৃত্বে একটি দল লালপোলে অবস্থান নেয়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।