ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ইজিবাইকচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ঝিনাইদহে ইজিবাইকচাপায় শিশু নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পূর্বকৃষ্ণপুর গ্রামে ইজিবাইকের চাপায় সাব্বির হোসেন (৯) নামে একটি শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের ডাবলু মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকাল সাব্বির বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।