মঙ্গলবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই গ্রামের ডাবলু মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সকাল সাব্বির বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআই