ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইল এক্সপ্রেসের উদ্যোগে ফুলের গাছ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
নড়াইল এক্সপ্রেসের উদ্যোগে ফুলের গাছ বিতরণ ফুলের গাছ বিতরণ

নড়াইল: ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন জেলার সাধারণ মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় লোহাগড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ফুলের গাছ বিতরণ করেছে সংগঠনটি।

লোহাগড়া শোভাবর্ধনের জন্য বুধবার (১০ অক্টেবর) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার ২০০ গাছ বিতরণ করা হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অর্থায়নে এসব গাছ বিতনণ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৯ অক্টোবর) কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন- মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মুর্তজা স্বপন, ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়জুল হক, পরিবেশ উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী হাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক বিপ্লব রহমান, পরিবেশ উন্নয়ন কমিটি লোহাগড়া শাখার আহ্বায়ক রেজাউল করিম ও যুগ্ম আহ্বায়ক কাজী আবুল হাসান, সৌন্দর্যবর্ধন কমিটির উপদেষ্টা আবু সাইদ ও অব্দুস সবুর, আহ্বায়ক মো. আসাদুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক ইকতিয়ার রহমান, সদস্য উত্তম সাহা ও জনি, ক্রীড়া কমিটির যুগ্ম-আহ্বায়ক আরমান চৌধুরী প্রমুখ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, লোহাগড়া সরকারি আদর্শ মাহবিদ্যালয়, লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সিডি উচ্চবিদ্যালয়, জয়পুর ঈদগাহ, মাকড়াইল ঈদগাহ ও লোহাগড়া কবরস্থানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়েছে।  

এসব গাছের মধ্যে রয়েছে গোলাপ, জবা, পাতাবাহার, কামিনী, সাইক্রাস, ঝাউগাছ, ক্রিসমাস ট্রি, উইপিং দেবদারু, চায়না টগর, রংগনসহ ১৬ প্রজাতির ফুলের গাছ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।