বুধবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত শেখ উপজেলার ঘোনাপাড়া গ্রামের মধু শেখের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানান, রিফাত বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এনটি