ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ৫৪ কেজি গাঁজাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
বিজয়নগরে ৫৪ কেজি গাঁজাসহ আটক ৪ ৫৪ কেজি গাঁজাসহ আটক ৪ মাদকবিক্রেতা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৫৪ কেজি গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার খিরাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ওই গ্রামের জিতু মিয়ার ছেলে পারভেজ মোশারফ (২৫), মৃত জয়নাল আবেদীনের ছেলে ফরিদ মিয়া (৪৫), মৃত আবুল হাসেমের ছেলে আবুল কাসেম (২৭) ও আব্দুল লতিফের ছেলে রাসেল মিয়া (২৫)।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সহকারী পরিচাল চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই গ্রামের নজরুল মিয়ার বসতবাড়ি সংলগ্ন জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় ৫৪ কেজি গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘন্টা, অক্টোবর ১০,২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।