বুধবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম পারুলের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
এর আগে মঙ্গলবার (৯ অক্টোবর) দিবাগত রাতে বিষখালি নদীতে মাছ শিকাররত অবস্থায় তাদের আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড়ইয়া গ্রামের কালাম আকন (৫২), একই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রুস্তুম হাওলাদার (৪৮) ও পালট গ্রামের মাহমুদ হাওলাদারের ছেলে মেহেদী হাসান (১৮)।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, মঙ্গলবার রাতে বিষখালি নদীতে অভিযান চালানো হয়। এ সময় মাছ শিকাররত অবস্থায় ওই তিন জেলেকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তারা দোষ স্বীকার করায় বিচার এ দণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএস/আরবি/