ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি-ছবি-বাংলানিউজ

মানিকগঞ্জ: নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ১০ ঘণ্টা বড় ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দীর্ঘ সময় বড় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকা পড়েছে ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক যাত্রীবাহী বাস।

বুধবার (১০ অক্টোবর) দুপুর ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বড় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে বড় ফেরিগুলো চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

**পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বড় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ বাংলানিউজকে জানান, নাব্যতা সংকটের কারণে মঙ্গলবার (৯ অক্টোবর) মধ্যরাত থেকে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। পরে ভোর ৩টার দিক থেকে বড় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  

পরে নৌরুটের চ্যানেল ও পন্টুন এলাকায় ড্রেজিং করে নাব্যতা স্বাভাবিক করে দুপুর ১টা থেকে বড় ফেরিগুলো চলাচল করা হয়। কিন্তু দীর্ঘ সময় ফেরিঘাট এলাকায় বড় ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঢাকামুখী যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনাল ও লাইনে অপেক্ষমান তিন শতাধিক ট্রাক রয়েছে। এছাড়াও প্রায় এক কিলোমিটার এলাকা পর্যন্ত যাত্রীবাহী বাসের লাইন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮ 
কেএসএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।