ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
রমেক হাসপাতাল থেকে নবজাতক চুরি হাসপাতালে সুধারানী। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) থেকে এক নবজাতক চুরি হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি থানায় অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (১০ অক্টোবর) ভোরে হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে এ নবজাতক চুরির ঘটনা ঘটে।

নবজাতকের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাড়িরঝাড়া গ্রামের পরশ চন্দ্রের স্ত্রী সুধারানী রমেক হাসপাতালের ১১নম্বর প্রসূতি বিভাগে ভর্তি হন।

সেখানে ওই রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তান জন্ম দেন। পরে সুধারানীকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রেখে নবজাতকটিকে তার স্বজনদের কাছে দিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে সুধারানীর ফুফু লক্ষ্মী রানী ওই নবজাতকটিকে সঙ্গে নিয়ে প্রসূতি বিভাগের বারান্দায় ঘুমিয়ে পড়েন। পরে ভোর ৫টার দিকে লক্ষ্মী রানী ঘুম থেকে জেগে দেখেন নবজাতকটি নেই।

এ বিষয়ে রমেক হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায় বাংলানিউজকে বলেন, সকালে নবজাতক চুরির ঘটনা জানার পর নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া শিশু বিভাগের আবাসিক সার্জন ডা. শামীম আহমেদকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন একই বিভাগের সেবা তত্ত্বাবধায়ক মোসলেমা বেগম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অভিযোগের প্রেক্ষিতে নবজাতক উদ্ধারসহ অপরাধীকে ধরতে কাজ করছে পুলিশ। আশা করি দ্রুত সময়ের মধ্যে নবজাতককে উদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।