ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৭ জেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
বরিশালে ১৭ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে বরিশালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার মিটার অবৈধ জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, বুধবার (১০ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে ইলিশ শিকারের সময় বরিশালের মুলাদী উপেজলায় ১৩ জন, হিজলায় দু’জন ও বরিশাল সদর থেকে দু’জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করলে বিচারক বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেন। পাশাপাশি জাল ধ্বংস ও মাছ এতিম-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএস/এপি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।