ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় তিতলি: উপকূলে পাউবো’র সবার ছুটি বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ঘূর্ণিঝড় তিতলি: উপকূলে পাউবো’র সবার ছুটি বাতিল বিক্ষুব্ধ সমুদ্র-ছবি-বাংলানিউজ

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'তিতলি'র কারণে উপকূলীয় জোনের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সবার ছুটি বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোস্তফা খান।

বাংলানিউজকে তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় বৃহস্পতিবার (১১ অক্টোবর) উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র বিক্ষুব্ধ রয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে সারাদেশে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।