ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
সিরাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মধ্যপাড়া মহল্লায় গলায় ফাঁস দিয়ে মা ও মেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেলওয়ে কলোনি মহল্লার আব্দুল মান্নানের স্ত্রী সুমি খাতুন (৪০) ও তাদের মেয়ে মোছা. মালা খাতুন (১৪)। মালা খাতুন এস বি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মনির নামে স্থানীয় এক যুবকের সঙ্গে নিহত মালার প্রেমের সম্পর্ক ছিল। তিনদিন আগে ওই যুবকের বাড়িতে তার ঘরে অবস্থান করে বিয়ের দাবি করে মালা। পরে তার বাবা-মা মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনে। এ নিয়ে মঙ্গলবার (৯ অক্টোবর) বাবা আব্দুল মান্নান মা-মেয়েকে ব্যাপক মারধোর করেন। পরদিন দুপুরের দিকে মা ও মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।