বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জোড়াপাকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার ছোট রাউতা গ্রামের আন্ধারু মোড় এলাকার রুবেল হোসেনের স্ত্রী নাজমা আক্তার (৩০) ও তার মেয়ে রুবিনা আকতার (৫)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী ব্যাপারী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় জোড়াপাকুরিয়া এলাকায় একটি ট্রাক
একটি রিকশাকে ধাক্কা দেয়। এসময় রিকশায় থাকা মা নাজমা আক্তার ও মেয়ে রুবিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এনটি