বুধবার (১০ অক্টোবর) বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত লৌহজং উপজেলার পদ্মানদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম ও সুবীর কুমার দাশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ বাংলানিউজকে বলেন, মা ইলিশ রক্ষার্থে পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া জব্দ হওয়া মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইদ্রিস তালুকদার, ক্ষেত্র সহকারী হাওলাদার মনিরুজ্জামান, মাওয়া কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) মতিউর রহমান, অফিস সহকারী মো. সেলিম হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জিপি