ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পিঁড়ির আঘাতে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
নেত্রকোনায় পিঁড়ির আঘাতে বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় প্রতিপক্ষ এক নারীর পিঁড়ির আঘাতে আবলুসের নেছা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সরকার হাট গ্রামে এ ঘটনা ঘটে। আবলুসের একই গ্রামের মৃত গেদু মিয়ার স্ত্রী।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরৎ আলী বাংলানিউজকে জানান, বিকেলে ওই বৃদ্ধার পালিত একটি গরু প্রতিবেশী আজিজুলের স্ত্রী ইতি আক্তারের কলমি শাকের ক্ষেত নষ্ট করে। এ নিয়ে প্রতিবেশী বৃদ্ধার সঙ্গে ঝগড়ায় জড়ান ইতি। একপর্যায়ে ইতি ওই বৃদ্ধাকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পরপরই পালিয়ে যান ঘাতক ইতি। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।