ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ডজনখানেক মামলার আসামি জলিল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জয়পুরহাটে ডজনখানেক মামলার আসামি জলিল আটক

জয়পুরহাট: জয়পুরহাট সদরের ধলাহার ইউনিয়নের শেখপাড়া বেলতলী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল জলিল মণ্ডল (৫৫) নামে এক শীরষ মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে। 

বুধবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় এ অভিযান চালানো হয়েছে। আব্দুল জলিল জয়পুরহাট সদরের ভানাইকুশলিয়া শেখপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

 

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু খায়ের জানান, প্রায় প্রতি সপ্তাহে মাদকের একটি চালান এই ব্যবসায়ী ঢাকার উত্তরায় পণ্যবাহী পিকআপ ভ্যানে করে পাঠিয়ে দিত। এরই ধারাবাহিকতায় বুধবার রাতেও মাদকদ্রব্য ডেলিভারী হওয়ার কথা ছিল।  

এক পর্ায়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ১১ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করে।

তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় হত্যা, পুলিশের ওপর হামলা, চুরি, ছিনতাই, ডাকাতি, জুয়া, বিশেষ ক্ষমতা আইনসহ ১২টি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৮
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।