ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০  সংঘষর্ষে আহত কয়েকজন

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেসমতপুর গ্রামে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১০ অক্টোবর) রাতে ওই উপজেলার কেসমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ওই উপজেলার কেসমতপুর গ্রামের গুলজার হোসেন, শাকারীদহ গ্রামের মজিবুর রহমান, লিটন, মইনুল, জাবের, আব্দুল বারি, লিয়াকত, মাহাবুবসহ অন্তত ২০ জন।

এদের মধ্যে ১৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে রাতে কাশেম বিশ্বাসের সমর্থক মাহবুব ও আওলাদ হোসেন সমর্থক সাহেবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।  
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।